স্বাধীন, দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেয়: তথ্যমন্ত্রী

ঢাকা টাইমস প্রকাশিত: ০৩ মে ২০২০, ১৫:৫১

মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে সচিবালয়ের নিজ দপ্তরে অনলাইন ব্রিফিংয়ে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্রকে এগিয়ে নেওয়া এবং বহুমাত্রিক সমাজ বিনির্মাণে মুক্ত, স্বাধীন এবং দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, মুক্ত, স্বাধীন ও একইসঙ্গে দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্রকে এগিয়ে নেওয়া ও একটি বহুমাত্রিক সমাজ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে সাংবাদিকরা ও গণমাধ্যমের সঙ্গে যারা যুক্ত আছেন তারা, এই বৈশ্বিক দুর্যোগ করোনো পরিস্থিতির মধ্যে অত্যন্ত ঝুঁকি নিয়ে কাজ করছেন। ইতোমধ্যেই আমাদের একজন সাংবাদিক বন্ধু হুমায়ুন কবীর খোকন দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেছেন। আমি তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us