তামিমের ‘উপহার’ পৌঁছে দিচ্ছেন নাফিসা

সময় টিভি প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০, ১১:০১

একটি মাত্র ফোন কল। তারপরই দুস্থ মানুষের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন নাফিসা খান। সাধারণ এক তরুণীর এ সাহসী উদ্যোগে একাত্ম হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নাফিসার উদ্যোগ দেখে তামিম ইকবাল তার মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন উপহার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাফিসা নামের এক তরণীর ভিন্ন ধর্মী উদ্যোগ বেশ নজর কেড়েছে। তার সম্পর্কে জানার আগ্রহ আরো বাড়িয়ে দিল বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের ভেরিফাইড ফেসবুক পেজে নাফিসার প্রশংসনীয় উদ্যোগ দেখে। ব্যাপারটি জানার চেষ্টায় তরুণীর কার্যক্রম সম্পর্কের জানার আগ্রহ আরো দ্বিগুণ হয়। প্রতিদিন সকালের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় তামিম ইকবালের খাবার সামগ্রী বিতরণ করছেন নাফিসা ও তার কয়েকজন বন্ধু। করোনার আগ্রাসন যখন পৃথিবীজুড়ে প্রতাপ ছড়াচ্ছে। তখন জীবনের ঝুঁকি নিয়ে একজন নাফিসা দেশের অসহায় মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। শুধু দুস্থ মানুষদের জন্যই নয়। নিম্ন মধ্যবৃত্তদের জন্য বিশেষ ব্যবস্থায় আছে। নাম পরিচয় গোপন রেখে দেয়া হচ্ছে আহার। তবে, এ জন্য নাফিসার দেয়া ফোন নম্বরে যোগাযোগ করতে হবে। ঠিকানা অনুযায়ী বাসায় পৌঁছে যাবে খাবার সামগ্রী। নাফিসা খান বলেন, একদিন হঠাৎ করে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল খান আমাকে ফোন করেন। ফোন পেয়ে প্রথমে খুব অবাক হয়েছিলাম। তিনি বলেন, আপনি একজন মেয়ে হয়ে অনেক ভাল কাজ করছেন। আমি আপনার সাথে এবং দেশের জন্য কিছু করতে পারি কিনা। আর সেই সুবাদে ভাইয়ার দেয়া উপহারগুলো দিতে আমি আজ রাস্তায়। অধিনায়ক তামিম ইকবাল নিজ থেকে নাফিসার সাথে যোগাযোগ করে আর্থিক অনুদানের মাধ্যমে অসহায় মানুষের খাবারের ব্যবস্থা করেছেন। কিন্তু ত্রাণ শব্দটির মাঝে করুণা কিংবা দয়া ফুটিয়ে ওঠে। তাই কেউ যেন অসম্মান বোধ না করেন। সেই চিন্তা থেকেই উপহার শব্দটি যোগ করেছেন তামিম।স্থ মানুষের কাছে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছেন ন�...
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us