রতন কাহারকে পাঁচ লাখ দিলেন বাদশাহ

ঢাকা টাইমস প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২০, ১২:১৬

পশ্চিমবাংলার স্বভাব কবি ও লোকশিল্পী রতন কাহার। তার দুঃখ-কষ্টের সংসার। কিন্তু দারিদ্রের চেয়েও আজীবন তাকে বেশি বিঁধেছে স্বীকৃতি না পাওয়ার ব্যথা। ‘বড়লোকের বিটি লো’ বিতর্কে এবার অর্থের সঙ্গে স্বীকৃতিও পেলেন রতন কাহার। সোমবার লকডাউনের মাঝেই তার অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা ট্রান্সফার করেছেন বলিউডের জনপ্রিয় র‌্যাপার বাদশাহ। জীবনে প্রথমবার তার সঙ্গে ঘটা এমন ঘটনায় রতন কাহার শুধু বলেন, ‘আমার গানটা নাম পেল, এটাই বড় কথা বাবু।’ বাদশাকে তিনি সিউড়ি আসার আমন্ত্রণ জানিয়েছেন। একইসঙ্গে তিনি জনপ্রিয় এই র‌্যাপারকে দুটি গান উপহার দেয়ার কথাও জানিয়েছেন। রতন কাহারকে প্রাপ্য সম্মান ও সাম্মানিক দেয়ার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন বাদশা। হোয়াটসঅ্যাপে কল করে রতন কাহারের সঙ্গে তিনি কথাও বলেন। জানান, লোকশিল্পীর কাজের স্বীকৃতি তো দেয়া হবেই, সেই সঙ্গে দুঃস্থ এ পরিবারটির পাশেও যথাসাধ্য থাকার চেষ্টা করবেন তিনি। ১৯৭২ সালে আকাশবাণীতে নিজের লেখা ‘বড়লোকের বিটি লো’ রেকর্ড করেছিলেন রতন কাহার। পরে সেই গান গেয়ে প্রতিষ্ঠিত হন শিল্পী স্বপ্না চক্রবর্তী। বলিউডে এই মুহূর্তে চার্ট বাস্টার বাদশার ‘গেন্দাফুল’ মিউজিক ভিডিওটি। সেখানে রতন কাহারের ‘বড়লোকের বিটি লো’র চারটি লাইন পাঞ্চ লাইন হিসেবে ব্যবহার করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us