সাড়ে ৫ হাজার হতদরিদ্রকে ত্রাণ দিলেন তোফায়েল

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ এপ্রিল ২০২০, ১৪:৩৬

ভোলা-১ আসনের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ তাঁর ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে পাঁচ হাজার হতদরিদ্র পরিবারে ত্রাণ বিতরণ করেছেন। বিতরণ করা ত্রাণ সামগ্রী হিসেবে রয়েছে ১০ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক কেজি মসুর ডাল, এক কেজি করে পেঁয়াজ এবং একটি করে সাবান। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে এসব ত্রাণ সামগ্রী ১৩টি ইউনিয়ন ও পৌড়সভায় বিতরণ করা হয়। টেলিকনফারেন্সের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। পরে এসব ত্রাণ সামগ্রী প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় বাড়িতে বাড়িতে গিয়ে বিতরণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। টেলিকনফারেন্সে তোফায়েল আহমেদ বলেন, করোনাভাইরাস একটি বৈশিক সমস্যা। এর প্রভাবে বাংলাদেশের খেটেখাওয়া মানুষ বিপাকে পড়েছে। বাংলাদেশের সফলতম প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো সবাই যাতে নিরাপদে থাকতে পারে তার ব্যবস্থা। তোফায়েল আহমেদ আরো বলেন, সরকারের পক্ষে জেলা প্রশাসক এরইমধ্যে চাল বিতরণ করেছেন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us