চবি শিক্ষকের আইডিয়া বাঁচাতে পারে ‘কোভিড-১৯’ আক্রান্ত রোগীর প্রাণ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০২০, ১৫:১৭
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণব্যাধি করোনা ভাইরাসে (কোভিড-১৯) ইতিমধ্যে বাংলাদেশেও প্রবেশ করেছে। এতে কয়েকজনের মৃত্যুও হয়েছে। তবে এখনো পর্যন্ত এর প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় বিশ্বব্যাপী এই ভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা প্রায় ৪৩ হাজার। এ থেকে উত্তরণে করোনা সংকটাপন্ন রোগীদের বাঁচাতে ‘পরোক্ষ এন্টিবডি থেরাপি’ নামে একটি আইডিয়া উপস্থাপন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়া।