২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ৫১৮ মৃত্যুর রেকর্ড

এনটিভি প্রকাশিত: ৩০ মার্চ ২০২০, ২১:১০

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৫১৮ জনের মৃত্যু হয়েছে। রোববার জন হপকিনস বিশ্ববিদ্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দুই হাজার ৪০৯ জনে দাঁড়াল। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের ডাটার বরাত দিয়ে ডেইলি সাবাহ জানায়, দেশটিতে একদিনে নতুন করে আরো ২১ হাজার ৩৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। শনিবারে এ সংখ্যা ছিল ২১ হাজার ৩০৯ জন। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বর্তমানে ইতালি, চীন ও স্পেনকে ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এক লাখ ৩৬ হাজার ৮৮০ জনে দাঁড়িয়েছে। রোববার এক বিবৃতিতে নিউইয়র্কের গভর্নর অ্যানড্রিউ কোমো জানান, রাজ্যে প্রায় ৬০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং ৯৬৫ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের এ রাজ্যেই সবচেয়ে বেশি মাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। দেশটির এ রাজ্যেই প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us