সরকারি উদ্যোগের পাশাপাশি সাংগঠনিকভাবেও করোনা প্রতিরোধে কাজ করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বিনামূল্যে মাস্ক, স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধমূলক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এর পাশাপাশি প্রত্যেক নেতাকর্মীকে যার যার এলাকায় সচেতনতা ও সতর্কতামূলক কর্মসূচি চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। মূল দলের পাশাপাশি সহযোগী সংগঠনগুলোও এসব কর্মসূচি চালিয়ে যাচ্ছে।প্রসঙ্গত, সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ছয় লাখ ৭৮ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এতে এ পর্যন্ত প্রায় ৩২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ৪৮ জন, যার মধ্যে পাঁচ জন মারা গেছেন।করোনাভাইরাস মোকাবিলায় রাজনৈতিক দল হিসেবে মাঠে কাজ করছে আওয়ামী লীগ। এর অংশ হিসেবে দেশব্যাপী জনগণকে সতর্ক করতে প্রচারপত্র বিলি করছে দলটি। গত শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে ঢাকা মহানগর নেতাদের হাতে হ্যান্ডবিল তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে ওই এলাকায় সাধারণ জনগণের হাতে সতর্কতামূলক লিফলেট বিতরণ করেন তিনি।