আপনার যেসব বদভ্যাসে স্মার্টফোনের ক্ষতি হচ্ছে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৪, ১৫:৩৮

স্মার্টফোন সারাক্ষণের সঙ্গী। কারো সঙ্গে যোগাযোগ করা, শপিং করে বিল মেটানো থেকে শুরু করে বাস-ট্রেনের টিকিট কাটা, সিনেমা দেখা সবই সম্ভব এক স্মার্টফোনে। তাই তো বলা যায়, সঙ্গে স্মার্টফোন থাকলে আর কিছুই লাগে না। তবে জানেন কি? আপনার কিছু বদভ্যাসের কারণেই স্মার্টফোনের ক্ষতি হচ্ছে।


ছোট ছোট ভুলের কারণেই দামি স্মার্টফোনের ক্ষতি হচ্ছে। এত দরকারি ডিভাইসটিকে যতটা সম্ভব যত্নে রাখা উচিত। যাতে নতুনের মতো থাকে। কারণ নতুন ফোন কেনা সবসময় সম্ভব নয়। চলুন জেনে নিন সেগুলো কী কী-


রাতভর স্মার্টফোন চার্জিং
অনেকেই ফোন চার্জে বসিয়ে শুতে যান। রাতভর চার্জ হতে থাকে। এতে ব্যাটারির উপর অত্যধিক চাপ পড়ে। ব্যাটারি অকালে নষ্ট হয়ে যায়। অনেক ইউজার আবার কোম্পানির ব্যাটারি সিকিউরিটি সেটিংসও মানেন না। সাধারণত ফুল চার্জ হয়ে গেলে বা ফুল চার্জের কাছাকাছি পৌঁছালেই আনপ্লাগ করা উচিত। এছাড়া ব্যাটারি সিঙ্গল ডিজিটে নেমে আসার আগেই চার্জে বসাতে হয়। এতে ব্যাটারি ভালো থাকে।


পরনের জামা দিয়েই ফোনের স্ক্রিন পরিস্কার
স্ক্রিনে কিছু পড়লে পরনের জামা বা টি শার্টে ঘষে পরিষ্কার করে নেওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। এতে লাভের লাভ কিছু হয় না। বরং ধুলো, ময়লা স্ক্রিনেই লেপ্টে যেতে পারে। এমনকি ডিসপ্লেতে মাইক্রো স্ক্র্যাচ পড়ার সম্ভাবনাও থাকে। টেক বিশেষজ্ঞরা, ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রোডাক্ট মোছামুছির জন্য মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেন। এতে স্ক্র্যাচ পড়ার স্মভবনা থাকে না, ময়লা উঠে আসে, ফোন দীর্ঘসময়ের জন্য নতুন দেখায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us