বিনা মাশুলে করোনা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ মার্চ ২০২০, ১৪:১২

করোনাভাইরাস চিকিৎসা সরঞ্জাম কিট, পিপিই ও গণসচেতনতামূলক লিফলেটসহ বিভিন্ন সামগ্রী বিনা মাশুলে দ্রুত দেশব্যাপী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগ। রাজধানীর তেজগাঁও কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ড ভ্যানে এসব সরঞ্জাম পৌঁছে দেয়া হচ্ছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে শনিবার থেকে ডাক বিভাগ এ কর্মসূচি গ্রহণ করে। ডাক অধিদফতরের মহাপরিচালক এসএস ভদ্র এসব জরুরি সামগ্রী দ্রুত পৌঁছানোর বিষয়টি মনিটর করছেন। এদিকে টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেট ও টেলিফোন সেবাকে জরুরি সেবার অন্তর্ভুক্ত করে গত ২৪ মার্চ সরকারি আদেশ জারি করা হয়। এরই ধারাবাহিকতায় বৈশ্বিক এ দুর্যোগের সময়েও ইন্টারনেটসহ বিভিন্ন ডিজিটাল সেবা নিরবচ্ছিন্নভাবে নিশ্চিত করতে কাজ করছেন টেলিটক ও বিটিসিএল কর্মচারী কর্মকর্তারা । মন্ত্রী সার্বক্ষণিক এসব কাজ তদারকি করছেন। এছাড়া তিনি নেটওয়ার্ক সচল রাখাসহ ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটের বর্ধিত চাহিদা মেটাতে তৎপর থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us