রাজধানীর যাত্রাবাড়ীতে মাদকের টাকার জন্য নিজের মাকে ছুরিকাঘাত করে হত্যা করার অভিযোগ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত ছেলে সজীব হাওলাদার। গতকাল শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মাসুদ আসামি সজীব হাওলাদারকে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাঁকে কারাগার পাঠানোর নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট আদ