করোনার প্রভাবে যুক্তরাষ্ট্রে ৩৩ লাখ মানুষ বেকার

ইত্তেফাক প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১৯:৩৩

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কাঁপছে বিশ্ব। বিশ্ব জুড়ে দেখা দিয়েছে মহামারি। করোনা ভাইরাসের প্রভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ইতিহাসের রেকর্ড পরিমাণ মানুষ বেকারত্ব বরণ করেছেন। আমেরিকার শ্রমদপ্তরের বরাত দিয়ে সিএনএন এর খবরে বলা হয়, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আমেরিকার ব্যবসা প্রতিষ্ঠান, অফিস বন্ধ করে দেওয়া গত ২১ মার্চ থেকে এ পর্যন্ত প্রচুর মানুষ বেকার হয়েছে। করোনার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বেকারত্বের সংখ্যা ৩.২৮ মিলিয়ন(প্রায় ৩৩ লক্ষ)। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৯৬৭ সালের পর থেকে সংগৃহীত তথ্য অনুসারে এটি ছিল সবচেয়ে বেশি বেকারত্বের সংখ্যা। তবে ১৯৮২ সালের ২ অক্টোবরে ৬ লাখ ৯৫ হাজার মানুষ বেকার ছিল। এর আগে এটিই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেরা বেকারত্বের সংখ্যা, যা এ সপ্তাহের বেকারত্বের সংখ্যার কাছে হার মেনেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us