করোনা আতঙ্কেও সাজছে শহর

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৪ মার্চ ২০২০, ২৩:৩৫

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন মহামারি রূপ নিয়েছে। প্রতিদিনই এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে শতশত মানুষ। শহর কিংবা গ্রাম সর্বত্রই বিরাজ করছে আতঙ্ক। ফাঁকা হচ্ছে রাস্তা-ঘাট। বন্ধ হয়ে যাচ্ছে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে শহরজুড়ে করা হচ্ছে আলোকসজ্জা। বিভিন্ন সড়ক, সড়কদ্বীপ ও ভবনে শোভা পাচ্ছে নানা রঙের বাতি। সন্ধ্যার পরই রং-বেরংয়ের আলোতে আলোকিত হচ্ছে শহর। বৃহস্পতিার ২৬ মার্চ, বাংলাদেশের ৪৯তম মহান স্বাধীনতা ও লাখো শহীদের রক্তে রঞ্জিত জাতীয় দিবস। মহান এ দিনটি স্মরণ রাখতেই এ আলোকসজ্জার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর সচিবালয়, ব্যাংক পাড়া মতিঝিল, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে এলাকাগুলোতে রাতে আলোকসজ্জা থাকলেও নেই আগের মতো জনসমাগম। নেই কোলাহল। দলবেঁধে আগের মতো মানুষ দেখছে না এসব রঙিন আলোক বাতি। সবাই এখন মরণব্যাধি ভাইরাসের ভয়ে আতঙ্কিত। ফলে লোকহীন শহরে বর্ণিল সাজ যেন ফিকে হয়ে গেছে। রাত সাড়ে ৮টা। কাজ শেষে বাসায় যাচ্ছেন মাসুদ নামের এক ব্যক্তি। সচিবালয় মনোমুগ্ধকর আলোকসজ্জা দেখছেন আর বলছেন। প্রতি বছরই স্বাধীনতা দিবস, বিজয় দিবস উপলক্ষে রঙিন বাতি দিয়ে শহরের ভবনগুলো আলোকসজ্জা করা হয়। এবারও করা হচ্ছে। কিন্ত বিগত বছরগুলোর মতো এগুলো দেখার লোক নেই। মানুষ খুব ভয়ে আছে। করোনাভাইরাসের কারণে কি যে হবে দেশের। আল্লাহ ভালো জানে। এদিকে আশরাফুল নামের আরেক পথচারী বলেন, ভবনগুলোর এ আলোকসজ্জা আমার ছেলে-মেয়ে দেখে খুব খুশি হয়। তাই প্রতি বছর ২৫ মার্চ রাতে এসব দেখানোর জন্য তাদের নিয়ে ঘুরতে বের হই। কিন্তু এবার হবে না। দেশের যে অবস্থা। প্রতিদিনই করোনায় আক্রান্ত হচ্ছে। অফিস বন্ধ হলে আমিও আর বেরই হব না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us