করোনার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের ২ বন্দর ৪ দিন বন্ধ থাকবে
প্রকাশিত: ২৩ মার্চ ২০২০, ২০:৫২
করোনার প্রভাবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর এবং রহনপুর শুল্ক স্টেশন মঙ্গলবার থেকে ৪ দিন বন্ধ থাকবে।ভারতের মোহদীপুর এক্সপোর্টারস এ্যাসোসিয়েশন বিষয়টি নিশ্চিত করেছে।সোমবার বিকেলে মোহদীপুর এক্সপোর্টারস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ সাক্ষরিত এক পত্রে জানানো হয় কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে মঙ্গলবার থেকে ২৭ মার্চ পর্যন্ত সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সবধরনের আমদানী রপ্তানী বন্ধ থাকবে। একই নির্দেশনা বজায় থাকবে রহনপুর শুল্ক স্টেশনেও।এদিকে সোনামসজিদ বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মইনুল ইসলাম জানান, আমদানী -রপ্তানী বন্ধ থাকলেও বিশেষ নিরাপত্তায় বন্দরেও লোড আনলোড অব্যাহত থাকবে।