বৈশ্বিক মহামারিতে রূপান্তরিত প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। বৈশ্বিক আতঙ্কের মাঝেই ধেয়ে আসছে নতুন ঝুঁকি। জলবায়ু পরিবর্তন হওয়ায় আরব উপসাগরের ঊষর মরুভূমিতে পঙ্গপালের বংশবিস্তার দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা করা হচ্ছে।-খবর গার্ডিয়ানের।