লোভী ব্যবসায়ীদের ধিক্কার রুবেলের

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৪:১৫

করোনাভাইরাসকে উপলক্ষ করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বাড়িয়ে দিচ্ছেন। আর এতেই চটেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে দেশ। করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ার উপায়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে পরিষ্কার রাখা। মানবসংস্পর্শ এড়িয়ে চলা। অন্যের হাঁচি-কাশি যেন নিজের গায়ে না লাগে সে দিকে নজর রাখা। আর সে কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের মতো জিনিসের চাহিদা বেড়েছে অনেক বেশি। এমনকি নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম বাড়ানোর ঝোঁক দেখা যাচ্ছে অনেক স্থানে। আর বাড়তি চাহিদার সুযোগ নিয়ে এসব পণ্যের দাম বাড়িয়ে দিয়ে অতিরিক্ত মুনাফা লাভ করছেন কিছু অসাধু ব্যবসায়ী। আর এই ব্যাপারটা একদমই পছন্দ হচ্ছে না জাতীয় দলের পেসার রুবেল হোসেনের। অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্য করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটা জ্বালাময়ী স্ট্যাটাস দিয়েছেন রুবেল। মোটাদাগে অন্যান্য জাতির সঙ্গে আমাদের জাতিগত পার্থক্যকে তুলে ধরেছেন রুবেল, ‘লোভী ও নির্মম জাতি আমরা। চায়নাতে (চীনে) এত বড় একটা বিপর্যয় গেল মাস্কের দাম কমিয়ে দিল উৎপাদনকারী প্রতিষ্ঠান, কারণ তারা মানুষ। আর করোনার নাম শুনেই ৫ টাকার মাস্ক ৫০ টাকা,আর ২০ টাকার মাস্ক ১০০/১৫০ টাকা! কারণ আমরা লোভী অমানুষ!’ জের গায়ে না লাগে সে দিকে নজর রাখা। আর সে কারণে হ্যান্ড স্যানিটাইজার, মাস্কের মতো...
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us