তারকা হোটেলগুলো অতিথিশূন্য

প্রথম আলো প্রকাশিত: ২১ মার্চ ২০২০, ১৩:৪২

করোনার কারণে দেশের পাঁচ তারকা হোটেল ব্যবসায় ধস নেমেছে। রাজধানীর পাঁচতারকা হোটেলগুলো বলতে গেলে এখন প্রায় অতিথিশূন্য হয়ে পড়েছে। একের পর এক বাতিল হচ্ছে রুম ও অনুষ্ঠানের আগাম বুকিং। বিদেশি অতিথিদের বুকিং বাতিলের পাশাপাশি দেশীয় বিভিন্ন ইভেন্ট আয়োজনও বাতিল করা হচ্ছে। ঢাকার চার ও পাঁচ তারকা মানের পাঁচটি হোটেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এর মধ্যে হোটেল ব্যবসা ৬৫ থেকে ৭০ শতাংশ কমে গেছে। তাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন হোটেলের মালিক ও কর্মকর্তা-কর্মচারীরা। জানা গেছে, মুজিব বর্ষের অনুষ্ঠান সামনে রেখে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ বিদেশি রাষ্ট্রের বহু অতিথির আগাম বুকিং ছিল ঢাকার বিভিন্ন তারকা হোটেলে। করোনার কারণে সরকার ১৭ মার্চের মূল অনুষ্ঠান বাতিল করায় বিদেশি অতিথিরাও তাঁদের সফর বাতিল করেছেন। পাশাপাশি বাতিল হয়ে গেছে হোটেলগুলোতে নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনও। জানতে চাইলে তারকা হোটেল মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিহা) উপদেষ্টা ও ইউনিক হোটেলের (ওয়েস্টিন) ব্যবস্থাপনা পরিচালক নুর আলী বলেন, করোনার প্রভাবে বর্তমানে তারকা হোটেলগুলোতে অতিথির উপস্থিতি ১০ থেকে ১৫ শতাংশে নেমে গেছে। অথচ স্বাভাবিক অবস্থায় এ সময়ে হোটেলগুলোর ৭০ থেকে ৮০ শতাংশ অতিথিতে পূর্ণ থাকত। ওয়েস্টিন হোটেলের ব্যবস্থাপনা পরিচালক নুর আলী আরও বলেন, বিভিন্ন তারকা হোটেলে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি কিছু অতিথি দীর্ঘ মেয়াদে অবস্থান করেন। করোনা–আতঙ্কে তাঁরাও চলে যাচ্ছেন। এ অবস্থা চলতে থাকলে হোটেলগুলো একেবারে অতিথিশূন্য হয়ে পড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us