পৃথিবীটা ধীরে ধীরে স্তব্ধ হয় যাচ্ছে। মানুষের পদচারণায় সবসময় মুখর থাকে যে জায়গাগুলো সেখানে এখন ভুতুড়ে নীরবতা। অস্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন চলছে। একটি ভাইরাস পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। কিছু কিছু দেশ নিজেদের সামলে নিলেও এখনো তাণ্ডব চললে বহু দেশে। মৃত্যুর মিছিলো প্রতিদিনই যুক্ত হচ্ছেন শত শত মানুষ। দেশগুলো করোনার সঙ্গে লড়তে লড়তে আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে। এই লড়াই শেষ হবে কবে? মানুষ কবে নাগাদ তাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারবে? আগামী ১২ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসের 'ঢেউ উল্টোপথে ঘুরিয়ে' দিতে সক্ষম হবে ব্রিটেন। এমন প্রত্যাশার কথা প্রকাশ করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।