এবার ২টায় লেনদেন শুরুর কথা বলছে ডিএসই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৯ মার্চ ২০২০, ১৩:৪৭

সার্কিট ব্রেকার নির্ধারণ নিয়ে জটিল পরিস্থিতিতে পড়ায় দেশের শেয়ারবাজারের লেনদেন শুরু করা যাচ্ছে না। ফলে দফায় দফায় পেছানো হচ্ছে লেনদেনের সময় সূচক। বৃহস্পতিবার (১৯ মার্চ) এ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তিন দফা লেনদেন শুরুর সময় পেছানো হয়েছে। নতুন করে ডিএসই ঘোষণা দিয়েছে, দুপুর ২টা থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। শেয়ারের দাম কমার বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (বিএসইসি) দেয়া নতুন সার্কিট ব্রেকার নির্ধারণে এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসইসি থেকে শেয়ার দাম কমার ক্ষেত্রে সার্কিট ব্রেকার হিসেবে একটি মৌখিক নির্দেশ দেয়া হয়েছে। এতে গত পাঁচ কার্যদিবসের শেয়ারের ক্লোজিং প্রাইসের গড় দামের ওপর সার্কিট ব্রেকার সীমা নির্ধারণে নির্দেশনা দেয়া হয়েছে। এর ফলে শেয়ার দাম এক শতাংশেরও কম কমতে পারবে। এই নির্দেশনা কার্যকর করার জন্য ডিএসই গত পাঁচ কার্যদিবসের শেয়ারের ক্লোজিং প্রাইসের গড় নির্ধারণে কাজ করছে। বিষয়টি খুবই জটিল বলে ডিএসইর দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন। এ কারণে বৃহস্পতিবার প্রথমে লেনদেন শুরুর সময় এক ঘণ্টা পিছিয়ে সাড়ে ১১টা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
২ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us