বিশ্ব ক্রীড়াঙ্গন থমকে গেছে করোনাভাইরাসে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ স্থগিত করা হয়েছে এপ্রিল পর্যন্ত। বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচ স্থগিতের নির্দেশনা দিয়েছে ফিফা। আইপিএল পিছিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা থেকে ফিরে গেছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকাও ভারত থেকে কোনো ম্যাচ খেলে ফিরেছে। সে পথেই হাঁটতে হচ্ছে নিউজিল্যান্ডকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল তিন ম্যাচের ওয়ানডে ম্যাচের প্রথমটি খেলেছে...