১৩ মার্চ, ১৯৭১। ইতিহাসের এইদিনে সামরিক শাসন কর্তৃপক্ষ ১১৫ নম্বর সামরিক আদেশে ১৫ মার্চ সকাল ১০টার মধ্যে প্রতিরক্ষা বিভাগের বেসামরিক কর্মচারীদের কাজে যোগদানের নির্দেশ দেয়। নির্দেশে বলা হয় নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে যোগদানে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের চাকরিচ্যুত ও পলাতক ঘোষণা করে সামরিক আদালতে বিচার করা হবে। নির্দেশ অমান্যকারীদের সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হবে। এই নির্দেশ জারির পর পরই বঙ্গবন্ধু একটি বিবৃতি দেন।