এবার গুগলের পিক্সেল বিক্রি নিষিদ্ধ ইন্দোনেশিয়ায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০২ নভেম্বর ২০২৪, ২০:৫১

স্থানীয় কনটেন্টবিষয়ক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবার গুগল পিক্সেল স্মার্টফোন বিক্রি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। এর কিছুদিন আগেই অ্যাপলের আইফোন ১৬ বিক্রি বন্ধ করেছিল দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম স্মার্টফোনের বাজার হিসেবে পরিচিত দেশটি।


ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয় বলেছে, গুগলের ফোন ততদিন পর্যন্ত আমদানি করা যাবে না, যতদিন তারা ইন্দোনেশিয়ায় বিক্রি করা স্মার্টফোনে ৪০ শতাংশ স্থানীয় কনটেন্ট রাখার শর্ত পূরণ না করে।


মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্ড্রি অ্যান্টনি আরিফ স্থানীয় সংবাদকর্মীদের বলেছেন, নিজেদের স্মার্টফোন বিক্রি পুনরায় চালু করতে গুগলকে অবশ্যই স্থানীয় কনটেন্ট সার্টিফিকেশন নিতে হবে।


“এ স্থানীয় কনটেন্ট নীতিমালা ইন্দোনেশিয়ায় বিনিয়োগকারীদের ন্যায্যতা, এখানকার শিল্পের ভিত্তি আরও মজবুত করা ও এর মান বাড়ানোর মতো বিষয়গুলোর কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে,” হেন্ড্রি’র উদ্ধৃতি প্রতিবেদনে যোগ করেছে প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ।


এ নিষেধাজ্ঞা জারি করার আগে গত সপ্তাহে আইফোন বিক্রিও বন্ধ করেছে ইন্দোনেশিয়া, যার আগে সাড়ে নয় কোটি ডলার বিনিয়োগের এক প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয় অ্যাপল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us