‘মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল নিয়ে ফখরুলের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন’

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ মার্চ ২০২০, ১৬:৫১

বিদেশি অতিথিরা না আসায় মুজিববর্ষের প্রোগ্রাম বাতিল করা হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, তার এ বক্তব্য হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন। আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে 'মুজিব মানে বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। নাসিম বলেন, মির্জা ফখরুল কীভাবে বলতে পারেন যে, বিদেশি অতিথিরা আসবেন না, তাই মুজিববর্ষের প্রোগ্রাম বাতিল করা হয়েছে। এটি হাস্যকর ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য। তিনি বলেন, দলটির যে দায়িত্ববোধ নেই, নেতারা যে হীনমন্যতায় ভুগছেন, দেউলিয়া হয়ে গেছেন তার প্রমাণ দলটির মহাসচিবের বক্তব্য। যেখানে শেখ হাসিনাকে অভিনন্দন জানাবেন যে, ‘আপনারা দায়িত্ব নিয়ে কাজ করেছেন। প্রোগ্রাম ছোট করেছেন’, তা না বলে বলেছেন সরকার নাকি করোনাকে চেপে রাখছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতখানি জনবান্ধব দেখেন। একটা বিশাল কর্মসূচি ক্যানসেল করেছে দেশের মানুষের জন্য। দেশের মানুষের ভালোর জন্য। তিনি বলেছেন মুজিববর্ষে বিশাল সমাবেশ দরকার নেই, দরকার মানুষকে বাঁচানোর। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজনুর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ড. আবদুল মান্নান চৌধুরী প্রমুখ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us