ঢাকার বাজারে হ্যান্ড স্যানিটাইজার নেই

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৯ মার্চ ২০২০, ১৪:৫৯

বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত তিনজন রোগী শনাক্তের পর থেকেই চাহিদা বেড়েছে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের। সোমবার (৯ মার্চ) ঢাকার তিনটি পাইকারি বাজারে গিয়ে পাওয়া গেল না হ্যান্ড স্যানিটাইজার। বিক্রেতারা বলছেন, রোববার রাত ও আজ (সোমবার) ভোরের মধ্যেই সব শেষ। (সোমবার) বিকেল বা মঙ্গলবার সকালের মধ্যে বাজারে স্যানিটাইজার আসতে পারে। করোনা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে সরকারিভাবে পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। তারা বাইরে থেকে ফিরে সাবান বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছে। রোববার (৮ মার্চ) বিকেলে দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যাওয়ার সংবাদ শোনার পর থেকেই হ্যান্ড স্যনিটাইজার কিনতে ব্যস্ত হয়ে পড়ে ঢাকার মানুষ। আজ সকালে পুরান ঢাকার চকবাজারের পাইকারি স্যানিটারি পণ্য বিক্রির মার্কেটে কমপক্ষে ৩০টি দোকানে কারও কাছেই হ্যান্ড স্যানিটাইজার পাওয়া যায়নি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us