গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এবার তুলসী পাতা নিয়ে গুজব ছড়িয়ে একটি মহল। ৭টি তুলসী পাতা খেলে করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হবে না এমন গুজবে এ উপজেলায় তুলসী পাতা খাওয়ার হিড়িক পড়েছে। অনেক আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তুলসী পাতা খাওয়ার বিষয়ে পোস্ট দিয়েছেন। তবে এর কোন ভিত্তি নেই বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুশান্ত বৈদ্য। জানা গেছে, গত ২দিন ধরে কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে অনেকই ৭টি করে তুলসী পাতা খাচ্ছেন।