শীতে ত্বক উজ্জ্বল আর কোমল রাখার পন্থা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৪, ১৮:১৮

ঠাণ্ডা পানি, শীতল শুষ্ক বাতাস ত্বককে করে দেয় খসখসে অমসৃণ। আর ঘরে যারা ‘হিটার’ ব্যবহার করেন তাদের ত্বক আরও বেশি আর্দ্রতা হারায়। তাই শীত মৌসুম আসতে না আসতেই ত্বক পরিচর্যায় নতুন বিষয় যুক্ত করার প্রয়োজন হয়।


ত্বকের যত্ন নেওয়ার রুটিন পরিবর্তন


“ঋতু পরিবর্তনের সাথে ত্বক পরিচর্যার প্রসাধনীও পরিবর্তন করতে হয়”- রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ম্যানহাটন ভিত্তিক ত্বক-বিশেষজ্ঞ কারমেন কাস্টিলা। আর সেটা হতে পারে হালকার পরিবর্তে ভারী, ঘন ও ক্রিম-ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার।


আর্দ্রতা রক্ষা করার উপাদান সম্পর্কে জানা


শীতবান্ধব প্রসধনী কিনতে গেল ‘সেরামাইডস’ বা ‘ফ্যাটি অ্যাসিড’ সমৃদ্ধ পণ্য কেনার পরামর্শ দেন- কাস্টিলা। এই উপাদানগুলো ত্বকে সুরক্ষার স্তর তৈরি করে। ‘হিউমেকটেন্ট’ এমন একটি উপাদান, যা পরিবেশ থেকে পানি আকর্ষণ করে ত্বকের গভীরে নিতে সাহায্য করে। তাই ‘হায়ালুরনিক অ্যাসিড’ এবং ‘গ্লিসারিন’ ‍যুক্ত প্রসাধনী শীতে ব্যবহার করা উপকারী।


ত্বকের সুরক্ষককে রক্ষা করা


শীতের সময়ে জীবনযাত্রায় সাধারণ কিছু পরিবর্তনে ত্বকের সুরক্ষা বাড়ানো যায়। কাস্টিলা বলেন, “বেশি শীতের সময় হাতমোজা বা গ্লভস পরা উপকরী। কোনো কিছু ধোয়ার সময় রাবারের গ্লভস পরলে হাতের ত্বক ঠাণ্ডা পানি থেকে রক্ষা পায়।” এছাড়া প্রতিবার পানির স্পর্শের পর ময়েশ্চারাইজার মাখতে হবে। এতে ত্বক শুষ্ক হওয়া, চামড়া ফাটার সমস্যা রোধ হবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us