জবিতে সান্ধ্যকোর্সের আয়ের সাড়ে ৭ লাখ টাকায় আইফোন উপহার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ মার্চ ২০২০, ২০:১৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ব্যবসায় প্রশাসন (বিবিএ) অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত জাহাঙ্গীর তার মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে সান্ধ্যকোর্সের টাকায় আইফোন কিনে অথবা ফোন কেনার অর্থ অনুষদের চারটি বিভাগের চেয়ারম্যান এবং সান্ধ্যকোর্স পরিচালকদের উপহার দিয়েছেন। নিজেও ভাগীদার হয়েছেন এই উপহারের। আরও ৩০ হাজার টাকায় দুটি স্মার্টফোন কিনে দিয়েছেন বিবিএ অনুষদের সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ দু’জন কর্মকর্তাকে দিয়েছেন। এতে সব মিলিয়ে অনুষদ ফান্ডের সাড়ে সাত লাখ টাকা ব্যয় হয়েছে। আইফোন বা তা কেনার সমপরিমাণ অর্থ উপহারের বিষয়টি স্বীকার করেছেন সংশ্লিষ্ট কয়েকজন বিভাগীয় চেয়ারম্যান ও সান্ধ্যকোর্স পরিচালক। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, ড. শওকত জাহাঙ্গীর ডিনের দায়িত্বে থাকাকালে অনুষদভুক্ত বিভাগের চেয়ারম্যান ও সান্ধ্যকোর্সের পরিচালকদের উপঢৌকন স্বরূপ আইফোন কেনার বাজেট হিসেবে এই টাকা তোলেন। প্রত্যেকটি আইফোনের দর ৮০ হাজার টাকা ধরে মোট ৯টির জন্য তোলা হয় ৭ লাখ ২০ হাজার টাকা। নিজের জন্য একটি রেখে বাকি আটটি আইফোন বা তা কেনার সমপরিমাণ অর্থ দেন চার বিভাগের চেয়ারম্যান এবং ওই বিভাগগুলোর সান্ধ্যকালীন এমবিএ কোর্সের পরিচালকদের। ৩০ হাজার টাকায় আরও দুটি মোবাইল ফোন কেনেন দুই কর্মকর্তার জন্য। সূত্র জানায়, বিবিএ’র চারটি বিভাগেই রয়েছে সান্ধ্যকালীন এমবিএ কোর্স।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us