ভয়েস মেসেজ অনুবাদ করার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

প্রথম আলো প্রকাশিত: ১৮ জুন ২০২৪, ২২:৫৪

ভয়েস মেসেজের বার্তা নির্দিষ্ট ভাষায় অনুবাদ করে শোনার সুযোগ দিতে ট্রান্সক্রিপ্ট সুবিধা যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপে। নতুন এ সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপে এক ভাষায় পাঠানো ভয়েস বার্তা অন্য ভাষায় অনুবাদ করে শোনা যাবে। হোয়াটসঅ্যাপের পরবর্তী হালনাগাদে এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউএবেটা ইনফো।


ডব্লিউএবেটা ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভয়েস মেসেজের ট্রান্সক্রিপ্ট লেখার জন্য কয়েকটি ভাষা নির্বাচন করা যাবে। এ জন্য পরীক্ষামূলকভাবে চালু করা এ সুবিধার স্ক্রিনশটে ট্রান্সক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের নিচে কয়েকটি ভাষার অপশন রয়েছে। যেখান থেকে কাঙ্ক্ষিত ভাষা নির্বাচন করা যাবে। অপশনে থাকা ভাষার মধ্যে রয়েছে ইংরেজি, স্প্যানিশ, পর্তুগিজ, রাশিয়ান ও হিন্দি। ফলে প্রাথমিকভাবে এসব ভাষাতেই ভয়েস মেসেজ বা নোটের বার্তা অনুবাদ করে শোনা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us