টিফিনের টাকায় হচ্ছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ মার্চ ২০২০, ১৭:২৪

কক্সবাজারের উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হচ্ছে। উপজেলার রুমখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৫ জন শিক্ষার্থী এ উদ্যোগ নিয়েছে। দ্রুত এ প্রতিকৃতি নির্মাণ শেষে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধানশিক্ষক কামাল উদ্দিন জানান, জাতির পিতা জন্মশতবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী টিফিনের ৩৫০ টাকা জমিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বানানোর উদ্যোগ নেয়। শিক্ষার্থীদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপিত আশরাফ জাহান কাজল তাদের সহযোগিতা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীদের এ উদ্যোগ একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু প্রতি আরো আগ্রহ ও শ্রদ্ধা আরো বেড়ে যাবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us