ত্যাগ ও খুশির বার্তা নিয়ে আবার এল ঈদ। আজ সোমবার সারা দেশে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপন করা হচ্ছে। মহান আল্লাহর অনুগ্রহলাভের আশায় ঈদের জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি শুরু করেছেন সকাল থেকে।
এদিকে আষাঢ় মাস শুরু হলেও বৃষ্টি নেই। আকাশ মেঘলা থাকলেও ভ্যাপসা গরম। আগে থেকেই আবহাওয়ায় অধিদপ্তর জানিয়েছিল, ঈদের দিন এমন আবহাওয়া থাকবে। বৃষ্টি হলেও হতে পারে। তবে ধর্মপ্রাণ মুসলমানরা সকালে নামাজের পরেই পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন। অনেকেই আবার সময় ভাগ করে পশু কোরবানি দিচ্ছেন।