সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার (নন-সাবমিশন) মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী ও প্রয়াত বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত। আজ মঙ্গলবার মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক শামছুল আলম সাক্ষ্য দেন। তিনি মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ ও মামলা দায়ের সম্পর্কে সাক্ষ্য দেন। ঢাকার ৪ নম্বর বিশেষ জজ শেখ নাজমুল আলম এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আগামী ৭ এপ্রিল পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।…