হ্যারি পটার চরিত্রে ফিরছেন না ড্যানিয়েল র্যাডক্লিফ
প্রকাশিত: ০১ মার্চ ২০২০, ১৭:২৩
আইকনিক হ্যারি পটার চরিত্রে আর অভিনয় করবেন না তুমুল জনপ্রিয় অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। বিশ্বজুড়ে সাড়া জাগানো ফ্র্যাঞ্চাইজি ‘হ্যারি পটার’র স্পিন-অফ ফ্র্যাঞ্চাইজি ‘ফ্যান্টাসটিক বিস্টস’-এ অভিনয় করার কোনো আগ্রহ নেই বলেই জানিয়েছেন তিনি।