ভারতে নাগরিকত্ব আইন-বিরোধী বিক্ষোভ ও দিল্লির চলমান সহিংসতার প্রতিবাদ করেছেন প্রবাদপ্রতিম ইংলিশ লেখক, গায়ক ও গিটারিস্ট রজার ওয়াটারস। প্রতিবাদের ভাষা হিসেবে তিনি লন্ডনের মঞ্চে দাঁড়িয়ে ভারতীয় কবি আমির আজিজের কবিতা পাঠ করেন। বৃহস্পতিবার উইকিলিসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন পিঙ্ক ফ্লয়েডের সহ-প্রতিষ্ঠাতা রজার। সেখানে ভারতে চলমান সহিংসতার বিষয়টি তুলে ধরেন এই ব্রিটিশ সংগীতজ্ঞ। সেই সূত্রেই কবি আমিরের কথা বলেন তিনি। রজার বলেন, ‘এই তরুণকে আমরা চিনি না। তিনি দিল্লির কবি ও সমাজকর্মী আমির আজিজ। তার কবিতার মাধ্যমে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ফাসিস্ত ও বিদ্বেষমূলক নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছি।’ এর পরেই অমিরের ‘সব ইয়াদ রাখা জায়েগা’ কবিতাটির ইংরেজি অনুবাদ পাঠ করেন রজার ওয়াটারস।