বিসিএলের শিরোপা দক্ষিণাঞ্চলের

আরটিভি প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১২

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ১০৫ রানে জয় পেয়েছে দক্ষিণাঞ্চল। ২০১৯-২০ মৌসুমের প্রতিটি ম্যাচই হয়েছে চারদিনে। পূর্ব ঘোষণা অনুযায়ী অষ্টম আসরের ফাইনাল পাঁচ দিনে হওয়ার কথা থাকলেও চতুর্থ দিনেই শেষ হয়ে যায় ম্যাচটি। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আব্দুর রাজ্জাক নেতৃত্বাধীন দলটির দেয়া ৩৫৪ রানের লক্ষ্য টপকাতে সক্ষম হয়নি পূর্বাঞ্চল। ইমরুল কায়েস নেতৃত্বাধীন দলটি গুটিয়ে যায় ২৪৮ রানে। পূর্বাঞ্চলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেছন মাহমুদুল হাসান লিমন। এছাড়া ৪২ রানের ইনিংস খেলেন জাকির হাসান। দক্ষিণাঞ্চলের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ও মেহেদী হাসান তিনটি করে উইকেট তুলে নেন। প্রথম ইনিংসে শতক ও ম্যাচে দুই উইকেট তুলে নেয়ায় ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন দক্ষিণাঞ্চলের ফরহাদ রেজা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us