‘অর্থায়ন সমস্যা কেটে যাওয়ায় গতি পাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে’
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৪৬
যানজট মুক্ত ঢাকা শহর গড়তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অর্থাভাবে বন্ধ থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ঋণদান চুক্তি স্বাক্ষর হয়েছে। বিনিয়গকারী প্রতিষ্ঠান লেন্ডার ও গ্রান্ডোর মধ্যে সরাসরি এবং লেন্ডার ও অর্থ বিভাগের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপরে সেতু ভবনের সন্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।