ক্যাসিনোকান্ডে জড়িত দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার একটি বাসা থেকে নগদ কয়েক কোটি টাকা, ৫ কোটি টাকার এফডিআর ও বিপুল পরিমাণ গয়না উদ্ধার করেছে র্যাব। পুরান ঢাকার লালমোহন স্ট্রিটের এ দুই ভাইয়ের বাসায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। সোমবার মধ্যরাতের পর এ অভিযান পরিচালনা করে র্যাব। নেতৃত্বে ছিলেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।