বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আরও এক হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণ ফোনকে তিন মাস সময় দিয়েছেন আপিল বিভাগ। আপিল বিভাগের নির্দেশ মেনে দুই হাজার কোটি টাকার মধ্যে এক হাজার কোটি টাকা গত রবিবার বিটিআরসিকে দেয় গ্রামীণফোন। এই তথ্য জানিয়ে বাকি অর্থ দিতে গ্রামীণফোনের আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ গতকাল সোমবার ওই সময় দেন। এ বিষয়ে শুনানিকালে প্রধান বিচারপতি বলেছেন, বিদেশি কোম্পানি এ দেশে শান্তিপূর্ণভাবে ব্যবসা করুক সেটা আমরাও চাই।…