পিবিআই'র রিপোর্ট প্রত্যাখ্যান করেছে সালমান শাহ'র পরিবার। তার মা নীলা চৌধুরী বলেছেন, 'এটি মনগড়া মন্তব্য'। সোমবার পিবিআইয়ের সংবাদ সম্মেলনের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। নীলা চৌধুরী বলেন, 'আমি এই রিপোর্ট মানি না মানবো না।' এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সংবাদ সম্মেলন করে জানায়, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ খুন হননি। তার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যাজনিত। চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে অতিরিক্ত অন্তরঙ্গতায় স্ত্রী সামিরার সঙ্গে দাম্পত্য কলহে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন।সোমবার রাজধানীর ধানমণ্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদার।