পিতা-মাতার যেসব আচরণে সন্তানের আত্মবিশ্বাস নষ্ট হয়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৯

সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার পেছনে পিতা-মাতার অবদান সব থেকে বেশি। একজন সন্তানের আত্মবিশ্বাস সর্বপ্রথম গড়ে ওঠে পিতা-মাতার কাছ থেকেই। তবে অনেক অভিভাবকই সন্তানের ভালো করতে যেয়ে বিপরীতটা করে বসেন। অধিকাংশ পিতা-মাতাই সন্তান প্রতিপালনের সঠিক পদ্ধতিটি সম্পর্কে অনভিজ্ঞ। যার ফলে এমন কিছু আচরণ তারা সন্তানদের সঙ্গে করেন, যা তাদের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। যা অনেক পিতা-মাতাই জানেন না। চলুন তবে জেনে নেয়া যাক পিতা-মাতার কোন আচরণগুলো সন্তানের আত্মবিশ্বাস নষ্ট করে-   > অনেক পিতা-মাতা আছেন যারা সন্তানের প্রতি অতিরিক্ত অভিযোগপ্রবণ হয়। এর ফলে সন্তান হতাশায় ভুগে। যা ধীরে ধীরে তার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। > সন্তানের প্রতিভার জায়গাটিকে গুরুত্ব না দিয়ে তার ওপর জোর খাটান অনেক মা-বাবাই। এতে সন্তানরা ইচ্ছার বিরুদ্ধে সেসব কাজগুলো করেন। এতে তারা নিজে কিছু করার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে।     > সন্তানের কোনো কাজে প্রশংসা না করাও এরর একটি কারণ। সন্তানের করা যে কোনো চেষ্টার ফলাফল ভালো কিংবা খারাপ হতে পারে। কিন্তু অনেক পিতা-মাতাই সন্তান সে কাজে সফল না হলে খারাপ মন্তব্য করেন। যা পরবর্তীতে তার নতুন করে কিছু করার আত্মবিশ্বাস নষ্ট করে দেয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us