মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের অধীন গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসের কর্মচারীদের দৈনিক আট ঘণ্টা কাজ থাকলেও এর বাইরে ১৩ ঘণ্টা করে ওভারটাইম (অতিরিক্ত কর্মঘণ্টা) ভাতা তোলেন। অর্থাৎ নিয়মিত কর্মঘণ্টা এবং ওভারটাইম মিলে তারা ২১ ঘণ্টা কাজ করেন বলে হাজিরা খাতায় দেখানো হয়। প্রায় একই অবস্থা বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে (বিজি প্রেস)। প্রতিষ্ঠানটির কর্মচারীরা ৮ থেকে ১৩ ঘণ্টা পর্যন্ত ওভারটাইম বিল নিচ্ছেন। পিছিয়ে নেই বাংলাদেশ নিরাপত্তা মুদ্রাণালয়ের কর্মচারীরাও। হাজিরা খাতায় তাদের পাশে দৈনিক ১০ ঘণ্টা করে ওভারটাইম। অথচ বাস্তবের চিত্রটা একেবারেই ভিন্ন। ঊর্র্ধ্বতন কর্মকর্তারা…