জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

দৈনিক আজাদী প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২

টেস্ট ক্রিকেটটা মোটেও ভাল খেলছে না বাংলাদেশ। ক্রমাগত ভাবেই হেরেই চলেছে টাইগাররা এই টেস্ট ক্রিকেটে। সবশেষ পাকিস্তান সফরে গিয়ে ইনিংস ব্যবধানে হারের লজ্জা নিয়ে ফিরেছে টাইগাররা। এবার নিজেদের মাঠে সে টেস্ট ক্রিকেটে জয়ের লক্ষ্যে মিশন শুরু করছে বাংলাদেশ দল। নিজেদের মাঠে টেস্ট ক্রিকেটে জয়ে ফেরার মিশনে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরই মধ্যে জিম্বাবুয়ে দল এসে গেছে বাংলাদেশে। আর জিম্বাবুয়েকে মোকাবেলা করতে গতকাল টেস্ট দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সে দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন চট্টগ্রামের ছেলে ইয়াসির আলি চৌধুরী। আকরাম খান, নাফিস ইকবাল, নাজিম উদ্দিন, আফতাব আহমেদ চৌধুরী, তামিম ইকবাল এবং নাইম হাসানের পর চট্টগ্রামের আরেক ক্রিকেটার টেস্ট দলে জায়গা করে নিলেন। তিনি হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান ইয়াসির আলি চৌধুরী রাব্বি। গত বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দলে জায়গা করে নিয়েছিলেণ রাব্বি। এবার টেস্ট দলে জায়গা করে নিলেন এই ব্যাটসম্যান। দলে ফিরেছেন নিরাপত্তা শংকায় পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম। এই টেস্ট সিরিজের আগে বিসিএলে দারুন ব্যাট করে প্রত্যাশিতভাবে ফিরেছেন মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দলে। অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের সঙ্গে দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এছাড়া টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরীর পাশাপাশি পেসার হাসান মাহমুদ। তবে গতকাল রোববার ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও আল আমিন হোসেনের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us