ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার শুরু হয়েছে দুই দিনের নৃত্য উৎসব। যৌথভাবে এ আয়োজন করেছে বহুরূপী সাংস্কৃতিক একাডেমি ও নৃত্যগ্রাম ময়মনসিংহ। এতে ময়মনসিংহের বহুরূপী সাংস্কৃতিক একাডেমি মঞ্চস্থ করবে ‘চিত্রাঙ্গদা’ এবং থাকবে নৃত্যগ্রামের পরিবেশনাও।