দেখার কেউ নেই!

সমকাল প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৭

বাংলাদেশে অবৈধভাবে কর্মরত বিদেশি নাগরিকরা বিপুল অর্থ দেশে নিয়ে গেলেও তাদের ওপর সরকারের নজরদারি খুবই দুর্বল। বিদেশি কর্মীদের কাজের অনুমতি দেওয়া এবং তাদের কাছ থেকে কর আদায়ে আইন থাকলেও তার প্রয়োগ নেই। ফলে দেশ থেকে অবৈধপথে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে।বিদেশি নাগরিকদের কর্মকাণ্ড তদারকিতে ২০১৭ সালে বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে জাতীয় পর্যায়ে একটি টাস্কফোর্স গঠন করা হলেও এটি সক্রিয় নয়। ফলে কার্যত বিদেশিদের ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই বললেই চলে।জানা যায়, বর্তমানে পুলিশের ইমিগ্রেশন বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), এনজিও ব্যুরোসহ সরকারের বিভিন্ন সংস্থা তাদের নিয়ে কাজ করলেও সংস্থাগুলোর মধ্যে কোনো সমন্বয় নেই।বিদেশিরা বাংলাদেশে চাকরি করে অনিয়মের মাধ্যমে বছরে ু২৬ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বলে টিআইবির প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us