ঢাকার দুই সিটিতে বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। গত শনিবার ঢাকার দুই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মেয়র পদে নৌকার টিকিটে ঢাকা উত্তরে আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস বিজয়ী হন। নির্বাচনে পরাজিত হন ধানের শীষের দুই প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। বিএনপির দুই প্রার্থীর দাবি নির্বাচনে কারচুপি করা হয়েছে। ন্যূনতম সুষ্ঠু হয়নি নির্বাচন। মনগড়া ফলাফল ঘোষণা করা হয়েছে দাবি করে তারা গতকাল নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেন। এছাড়া আগের ফল বাতিল করে নতুন করে ঢাকার দুই সিটিতে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। বৃহস্পতিবার বিএনপির দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির পুনর্নির্বাচনের দাবি মামা বাড়ির আবদার।