ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত দুই মেয়রপ্রার্থী বিপুল ভোটে হারলেও প্রচারণাকালে যে জনসমর্থন দেখা গেছে সেটিকে এক রকম জয় হিসেবেই নিয়েছে দলটি। ভোটে পরাজয়ে ক্ষতি নয় বরং বেশকিছু অর্জনই দলের নীতিনির্ধারকদের চোখে ধরা পড়ছে। আর এসব অর্জন দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে সহায়ক হবে বলেই মনে করছে দলটি। শনিবার ঢাকার ভোটের ফল কার্যত প্রত্যাখ্যান করেছে বিএনপি। আলোচিত এই নির্বাচনে ভোট কম পড়া নিয়ে কথা উঠেছে সব মহলেই। এই নির্বাচনে দুই সিটিতে মেয়রপদে লড়েছেন আওয়ামী লীগ ও বিএনপির হেভিওয়েট চার মেয়রপ্রার্থী। বিএনপির দুই তরুণ তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন উত্তর-দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে বিপুল ভোটে হেরেছেন আওয়ামী লীগ প্রার্থীদের কাছে। হেরে গেলেও এতে খুব বেশি ক্ষতি দেখছে না দলটি। বরং বেশ কিছু অর্জন দেখছেন নীতিনির্ধারকরা, যা আগামী দিনে আন্দোলন কর্মসূচিতে সহায়ক হবে বলে মনে করছে বিএনপি। এই দুই রাজনীতিকে উজ্জ্বল সম্ভাবনা দেখছেন বিএনপির নীতিনির্ধারকরা। তাদের ভাষ্য, ঢাকা মহানগরের রাজনীতিতে বিভেদ দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা, মামলায় জর্জরিত ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙ্গা করা, ইভিএমের বিরোধিতা করার যৌক্তিকতা প্রমাণ করাসহ বেশ কিছু অর্জন করা সম্ভব হয়েছে। বেশ কিছু ভুলত্রুটিও সামনে এসেছে।