সুন্দরবনের কোকিলমনি এলাকা থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার বেলা ১১টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কোকিলমনি টহল ফাঁড়ির অন্তর্গত কবরখালী এলাকায় বাঘের মরদেহটি দেখতে পাওয়া যায়। বন বিভাগ জানায়, সকালে বনের ওই এলাকায় টহলের সময় বন বিভাগের কর্মীরা কবরখালী খালের পাশে একটি বাঘের পচন ধরা মরদেহ পড়ে থাকতে দেখে। বাঘটির পেছনের অর্ধেক অংশ নেই, যা কুমিরে খেয়ে ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় সাড়ে পাঁচ মাস আগে গত ২০ আগস্ট বনের একই রেঞ্জের কটকা অভয়ারণ্যের ছাপড়াখালী বনাঞ্চল থেকে একটি বাঘের মরদেহ উদ্ধার করেছিল বন বিভাগ। ওই বাঘটিরও স্বাভাবিক মৃত্যু হয়েছিল বলে দাবি করে বন বিভাগ। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন রাতে মোবাইলে প্রথম আলোকে বলেন, বাঘটির পেছনের অংশ পচে গেছে। অনেকটা অংশ নেই। মনে হচ্ছে মৃত বাঘটির পেছনের অংশ কুমিরে খেয়ে ফেলেছে। এটি হয়তো চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। এসিএফ জয়নাল আবেদীন আরও বলেন, একদম খালের পাশেই বাঘের মৃতদেহটি পড়ে ছিল। জোয়ারের সময় খালের ওই অংশ মোটামুটি পানির নিচেই থাকে। বাঘটিকে উদ্ধার করে কোকিলমনি টহল ফাঁড়িতে নেওয়া হচ্ছে। বার্ধক্যজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে বলেও ধারণা ওই কর্মকর্তার। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, বাঘটির পেছনের অংশ না থাকায় বাঘটি পুরুষ না নারী ছিল তা বোঝা যাচ্ছে না।