'বিবেকানন্দ, নেতাজির মাটিতে বিভাজন করতে পারবেন না!' মোদীকে চ্যালেঞ্জ মমতার
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৯
kolkata news: সেইসঙ্গে স্পষ্টতই বলেন, 'আমরা স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্রের মাটিতে থাকি। এখানে বিভাজন চলে না। সবাই সমান। কিন্তু ওরা আসলে দেশকে বিভাজিতই করতে চায়।' মুখ্যমন্ত্রীর দাবি, 'বিজেপি মানুষের পাশে নেই, শুধু উস্কানি দিয়েই ফায়দা লোটার চেষ্টা ওদের।' অশান্তিতে প্রশাসনকে ব্যবহার করে বিজেপি, এদিন এমনও অভিযোগ করেন মমতা।