আশির দশকের শেষ ভাগের কথা। পড়াশোনার জন্য আসি ঢাকায়। মা-বাবা ২০০ কিলোমিটার দূরের সরিষাবাড়ীতে। যোগাযোগ সপ্তাহে বড়জোর এক দিন, চিঠির মাধ্যমে। কলেজের খরচ ডাকঘরের মানি অর্ডার-এর মাধ্যমে। সেও সরিষাবাড়ী থেকে পাঠালে ঢাকা পৌঁছাতে সাত দিন বা আরও বেশি সময়। খুব জরুরি কিছু হলে টেলিফোন। ট্রাংক কলের যুগ শেষ হয়ে তখন নেশন ওয়াইড ডায়ালিং সবে শুরু হয়েছে, তবে সব উপজেলায় নয়।
এক দশক পরের কথা। বাংলাদেশে...