মডেল হিসেবে বিজ্ঞাপনচিত্রে কাজের মাধ্যমে মিডিয়াতে পথ চলা শুরু হয় বাংলাদেশের মডেল তানজিয়া জামান মিথিলা। এবার তিনি বলিউডের চলচ্চিত্রে অভিনয় করতে চলেছেন। হায়দার খানের পরিচালনায় ‘রোহিঙ্গা’ ছবিতে মূল চরিত্রে দেখা যাবে তাকে। জানা গেছে, ‘রোহিঙ্গা’র নব্বই শতাংশ কাজ হয়েছে ভারতের আসামে। তবে ‘রোহিঙ্গা’ বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে নয়। হুসনে আরা নামে এক মহিলাকে কেন্দ্র করেই এগিয়েছে ছবির গল্প। সেই মহিলার চোখ দিয়েই রোহিঙ্গাদের যাবতীয় সমস্যার কথা তুলে ধরা হবে। কোন ভয়ংকর সমস্যা সম্মুখীন হয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে, সেরকমই উদ্বাস্তু কাহিনি উঠে আসবে পর্দায়। মিথিলা বলেছেন, এই ছবিতে কোনো পলিটিক্সও নেই।