ঢাকা উত্তরের ৮৭৬ ও দক্ষিণের ৭২১টি নিয়ে ঢাকার দুই সিটিতে মোট ভোটকেন্দ্র রয়েছে ২ হাজার ৪৬৮টি। এর মধ্যে ১ হাজার ৫৯৭টিকে গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সে হিসাবে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে ঢাকার দুই সিটিতে ভোটকেন্দ্রগুলোর ৬৪ শতাংশই ঝুঁকিপূর্ণ। অন্যদিকে দুই সিটি মিলিয়ে ঝুঁকিমুক্ত বা সাধারণ কেন্দ্র রয়েছে ৮৭১টি। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সব ধরনের প্রচারণা আজ শেষ হচ্ছে মধ্যরাত থেকে।