আজহারী-মাজহারী এগুলো কিন্তু জামায়াতের সৃষ্টি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০, ০৬:২৩

ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, আজহারী-মাজহারী এগুলো কিন্তু জামায়াতের সৃষ্টি। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের পক্ষে কথা বলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের নির্মাণাধীন জামালপুর জেলায় তিনটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিভিন্ন ওয়াজ মাহফিলে কতিপয় বক্তাদের কর্মকাণ্ড প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জামায়াতের টাকা-পয়সায় তারা শিক্ষিত হয়ে কতিপয় বক্তারা কৌশলে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছেন। তারা কোরআন-হাদিসের যে সব ব্যাখ্যা দেন তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা। প্রকাশ্যে জামায়াতের কথা বলার রাজনৈতিক সুযোগ নাই বিধায় তারা খুব সুক্ষ্মভাবে যেসব প্রচারণা চালাচ্ছেন, আর যেসব ওয়াজ করেন, হাদিস ও কোরআন সম্পর্কে যে সমস্ত ব্যাখ্যা দেন তার একটাও সত্য না। একটাও সত্য না বলাটা হয়তো একটু বেশিই হয়ে গেল। কিন্তু অধিকাংশই মিথ্যার আশ্রয় নিয়ে তারা কিন্তু আজেবাজে কথা বলে থাকেন। তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ড আমাকে খুবই ব্যথিত করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us